Description
দুরন্ত ইংরেজ শাসকদের বিরুদ্ধে যে ভারতীয় নারী অসীম সাহসিকতার সঙ্গে সমরাস্ত্রে বহুগুণ বলীয়ান ব্রিটিশ সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করে তাদের প্রায় পর্যুদস্ত করেন , তিনি আর কেউ নন , ঝাঁসির রানি লক্ষ্মীবাই। অথচ তাঁর বিরুদ্ধে ইংরেজরা সমরনায়ক করে যাঁকে পাঠাল , তিনি ভিক্টোরিয়া ক্রসপ্রাপ্ত জেনারেল স্যর হিউজ রোজ। আয়ারল্যান্ড মিশর এবং আরও অনেক যুদ্ধে তিনি ইংরেজদের জয়ী করেন। স্যর হিউজ রোজের প্রতিপক্ষ একজন বিধবা নারী। বয়স ত্রিশের আশপাশে। যুদ্ধ বিষয়ে যাঁর তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। পরে অবশ্য অনেক কিছুই তিনি আয়ত্ত করেন যেমন অসিচালনা , অশ্বপৃষ্ঠে ছুটে বেড়ানো। ঘোড়ার লাগাম দাঁত দিয়ে চেপে দুই হাতে উন্মুক্ত তরবারি নিয়ে প্রায় মহিষাসুরমর্দিনী রূপেই আমরা তাঁকে জেনেছি। রানি লক্ষ্মীবাই কোনোদিন রণক্ষেত্র থেকে পিছিয়ে আসেননি । যুদ্ধ করতে করতেই মাথায় গুলি লেগে তাঁর মৃত্যু হয়। মৃত্যু সংবাদ শুনে স্যর হিউজ রোজ সখেদে বলেন , The Ranee of Jhansi was the Bravest and the Best military leader of the rebels.
Reviews
There are no reviews yet.