Description
বিপ্লব আর ঈশানীর আজ একসঙ্গে থাকার শেষ রাত। অবশ্য একসঙ্গে থাকা শব্দ টা না বলে বরং এক ছাদের নিচে থাকার শেষ রাত্রি বলাই ভালো। কারণ একসঙ্গে থাকার রাত্রিগুলো শেষ হয়ে গেছিল প্রায় মাস চারেক আগে, কিংবা আরো একটু আগে থেকেই থেকে সেই যেদিন থেকে অশান্তি গুলো শুরু হয়েছিল। সেই সব দিনগুলো ঝগড়া, অশান্তি কান্নার সন্ধ্যে রাতগুলো…উফফফ।
কথাটা মনে হতেই বিছানা ছেড়ে উঠে পড়ল বিপ্লব। শুয়ে থাকতে ইচ্ছা করছে না। জানলার কাছে এসে দাঁড়ালো। এখন মার্চ মাসের শুরু। ভরা বসন্ত কাল। শেষ রাতের দিকে শীত এসে জানলার পাশে দাঁড়ায়। এখনো সে কিছুটা রয়ে গেছে সেই খবর দিতে। কাচের শার্সি ওপারে ঘন অন্ধকার আর ছিকছিকে ঠান্ডা দাঁড়িয়ে। বিপ্লবের ইচ্ছে হলো কাচের জানলা টা খুলে অন্ধকার আর শীতলতা গায়ে মাখতে। খুলতে গিয়েও খুলল না।
থাক। অনেকদিন আগে অনেক অনেক দিন আগে এমনই এক ঘন মাঝ রাতে আদর শেষ করে আদিম ভাবে ও আর ঈশানী এসে দাঁড়িয়েছিল এই জানলাটার সামনে। এমন অন্ধকার ছিল বাইরেটা। ঈশানি কাঁচের জানলা খুলে দিতেই ঠান্ডা নরম হওয়া ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে ছিল ওদের দুজনকে। তারপর প্রায় ভোররাত পর্যন্ত দুজন দুজনকে ওই ভাবে জড়িয়ে থেকে পরস্পরের শরীরের ওম নিয়েছিল। মনে হয় যেন গত জন্মের কথা। একটা জীবনের মধ্যে মানুষের কতগুলো জন্মদিন লুকিয়ে থাকে …..
আসছে প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষালের ১৬টি রোমান্টিক ছোটোগল্পের সংকলন —“তোমায় ভালোবেসে”।
Reviews
There are no reviews yet.