Description
সমাজ, বহু পুরোনো একটা পাঁচিলের মতো দাঁড়িয়ে রয়েছে। রোদ-বৃষ্টির বহু পরিবর্তনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আদি-অনন্ত কাল ধরে। কিছু বট-অশ্বত্থ ফাটল ধরিয়েছে তার গায়ে, যারা বদলাতে চায় পুরোনো অস্তিত্বকে। তবে তারা সংখ্যায় বেশি নয়। এই পাঁচিলের অধিকাংশ জায়গা ভরিয়ে রাখে ক্ষুদ্র ক্ষুদ্র শ্যাওলার ঝাঁক। একটু দূর থেকে তাদের অস্তিত্ব আলাদাভাবে বোঝা যায় না। দলবদ্ধ জীবনের বাইরে পৃথকভাবে বাঁচবার কোনো দায়ও নেই তাদের। তারা পাঁচিলের গায়ে আশ্রয়টুকু পেলেই খুশি। পাঁচিলও ভাবিত নয় তাদের অবস্থান নিয়ে।
আপনার-আমার মতো সাধারণ মানুষ যেভাবে বেঁচে থাকে সমাজের বুকে, এই পাঁচিল, এই শ্যাওলা, তাদের অবস্থান, তাদের বেঁচে থাকা, যেন সেই আমাদেরই মতো সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রামের প্রতিচ্ছবি। খুব কাছে এসে দেখলে তবেই বোঝা যায় সেই সব আমজনতার দিনলিপি। এই সব তথাকথিত সাধারণ মানুষদের জীবনেও লুকিয়ে রয়েছে গল্প। গল্প যা সৃষ্টি হয় সবার অজান্তে। দৈনন্দিন চাওয়া-পাওয়া, ঘাত-প্রতিঘাত, বেঁচে থাকবার সংগ্রামের মধ্যে থেকে উঠে আসা গল্প। তেমনই জীবন মন্থন করা শ্যাওলাদের গল্প তুলে আনা হয়েছে সমাজের বুক থেকে।
Reviews
There are no reviews yet.