Description
‘পিচ্ছিল’ নতুন উপন্যাস। লেখক নতুন, বিষয়বস্তু নতুন, লেখার ভঙ্গিও সর্বাংশে নতুন। পেশায় পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার তথাগত মুখোপাধ্যায় দশ বছর চাকরি করেছেন পেট্রোলিয়াম-শিল্পের একটি প্রথম শ্রেণির সংস্থায়। কর্মজীবনের সেই বিচিত্র অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁর এই প্রথম উপন্যাস। সানন্দা পত্রিকায় দু’বছর ধরে ধারাবাহিকভাবে বেরিয়েছিল তাঁর এই আধুনিক থ্রিলারটি। লেখক হিসেবে তথাগত মুখোপাধ্যায়ের সাহিত্যক্ষেত্রে প্রবেশ হয়তো বিলম্বিত, কিন্তু পাঠকপাঠিকার উষ্ণ অভ্যর্থনা পেতে তাঁর দেরি হয়নি।খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান, তৈলকূপ-খনন, তৈল এবং গ্যাস নিষ্কাশন এবং পেট্রোলিয়াম টেকনোলজির বিভিন্ন অঙ্গ আমাদের দেশে তুলনামূলকভাবে নতুন। বেসরকারিকরণের এই যুগে তাতে মিলিত হয়েছে আরও অনেক মারপ্যাঁচ। কাছ-থেকে-দেখা এই শিল্পক্ষেত্রে উপন্যাসের বিস্তর আদর্শ মশলা যে ছড়িয়ে রয়েছে, তথাগত মুখোপাধ্যায়ের তা নজর এড়ায়নি। সেই মশলাগুলিকে একত্র করেই তিনি লিখেছেন এই বেগবান, জীবন্ত উপন্যাস। তৈলক্ষেত্র সম্পর্কে সাধারণ জনমানসে ছড়িয়ে-থাকা বিভ্রান্তি মোচনের উদ্দেশ্যে অবশ্যই তিনি কলম ধরেননি। তথাপি তাঁর বিষয়ের অভিনবত্ব ও রচনাভঙ্গির নতুনত্ব এমনই হৃদয়গ্রাহী এবং একইসঙ্গে চিরকালীন সাহিত্যের ঐতিহ্যের সঙ্গে এমনই ওতপ্রোতভাবে জড়িত যে, প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পাঠককে অন্যমনস্ক হবার সুযোগ দেয় না। এবং, দেয় না বলেই, উপন্যাস পাঠের আনন্দের সঙ্গে অজান্তেই পাঠকমানসে এই নতুন ক্ষেত্র সম্পর্কেও একটা স্বচ্ছ ধারণা ছড়িয়ে যায়।
Reviews
There are no reviews yet.