Description
মোঘল সম্রাট শাহজাহানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দিল্লির মসনদ দখলের লড়াইয়ে মেতে ওঠে তার পুত্রেরা। দুই ভাইয়ের কাছে যুদ্ধে হেরে পলায়নরত স্বঘোষিত সম্রাট শাহ সুজা আরাকান রাজের আশ্রয়ে অতিথি হলে, লোভী আরাকান রাজ রাতের আঁধারে হামলা চালায় তার বাসভবনে। কিন্তু সম্রাট সুজার সঙ্গে থাকা মোঘল সম্পদের বিরাট ভাণ্ডার দখলের আগেই সম্রাট সুজার একান্ত কাছের মানুষ সেটা নিয়ে রওনা দেয় বাঙ্গাল মুল্লুকের উদ্দেশে। তাকে ধাওয়া করতে আরাকান রাজের নির্দেশে মগ ও পর্তুগিজ জলদস্যুদের নিয়ে গঠন করা হয় বিরাট বাহিনী। বিপরীতে চট্টগ্রাম থেকে এই বিরাট বাহিনী প্রতিহত করে সুজার একান্ত কাছের মানুষকে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে বাধ্য করা হয় মোঘল নৌবাহিনীর প্রাক্তন কাপ্তান চট্টগ্রামের তালেব কিরানকে।
অন্য দিকে বর্তমান সময়ে চট্টগ্রামের পতেঙ্গা রোডে অ্যাক্সিডেন্টে মারা পড়ে এক ব্যক্তি। মানুষটির মৃত্যুর সঙ্গে সঙ্গে দেশে-বিদেশে সক্রিয় হয়ে ওঠে একাধিক মহল। ঘোলাটে পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রাম পাঠানো হয় সদ্য বিদেশ থেকে ট্রেনিং শেষ করে দেশে আসা পিবিআই-এর স্পেশাল ফিল্ড এজেন্ট শারিয়ারকে। কিন্তু চট্টগ্রামে পৌঁছে পরিস্থিতি সামলানো তো দূরে থাক বরং একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে ওঠে সে। একদিকে অথরিটির চাপ, অন্য দিকে অচেনা শক্তিশালী প্রতিপক্ষ, সেই সঙ্গে নিজের আত্মসম্মানবোধ—- সব মিলিয়ে শারিয়ারকে সামলাতে হবে এমন এক পরিস্থিতি যেখানে বিবেকের চাইতে অনেক ওপরে স্থান দিতে হবে বিবেচনাবোধ আর সাহসকে। বাধ্য হয়ে অথরিটির বিরুদ্ধে গিয়ে তাকে নিজের টিম নিয়ে কাজে নামতে হয়। ঘটনার পরিক্রমায় সে জানতে পারে এই ঘটনার সঙ্গে ইতিহাসের এমন এক অধ্যায়ের সংযোগ আছে, যা আজ প্রায় বিলীন। শারিয়ার আর তার দল কি পারবে ইতিহাসের অতল থেকে সেই হারানো অধ্যায় খুঁড়ে বের করতে?
জবাব জানতে পড়তে হবে ‘২৫শে মার্চ’, ‘সপ্তরিপু’, ‘ব্ল্যাক বুদ্ধা’র মতো ইতিহাস-আশ্রিত উপন্যাস ও ‘শব্দজাল’-এর মতো সাইকোলজিক্যাল থ্রিলার দিয়ে বাংলাদেশ ও কলকাতায় পাঠক-প্রিয়তা অর্জন করা লেখক রবিন জামান খানের উপন্যাস ‘মগরাজ’, যেখানে ইতিহাসের বিলুপ্ত অংশ থেকে তুলে আনা হয়েছে হারানো এক অধ্যায়।
Reviews
There are no reviews yet.