Description
যখন জাতিগুলাে নেতৃত্বের আদর্শচ্যুত হওয়ার জন্য নেতিয়ে পড়ছে, তখন প্রফুল গােরাদিয়া এমন একজন ব্যক্তিকে উদ্যাপন করলেন, যিনি মন্দিরে ও উপাসনা সভায় আবদ্ধ ছিলেন। এক এক করে গােরাদিয়া তাঁর ঋষিপ্রতিম ব্যক্তিত্বকে তুলে ধরছেন, যিনি মানব জাতির রক্ষার্থে শুভ ও অশুভ মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। যেটা সহস্র সহস্র বছর ধরে কৃষ্ণকে ঘিরে ইতিহাস ও পুরাণ থেকে আমাদের এখনও উপলদ্ধি হয়নি, সেটা হল এই দেবতা-রাজার যুদ্ধে সেনাপতিত্ব করার অসাধারণ দক্ষতা ছিল এবং শান্তির সময় তিনি শ্রেষ্ঠ প্রশাসক ছিলেন। গােরাদিয়া ও এই গ্রন্থের সহযােগী লেখক জগন্নিবাস আয়ার ভারতের যুগ-যুগ-প্রাচীন ঐতিহ্যের দার্শনিক তত্ত্বর বিশ্লেষণ করেই ক্ষান্ত হননি, তাঁরা আধুনিক ভারতের সরকারের জন্য এটিকে একটি বিকল্প ব্যবস্থা রূপে প্রস্তাব করেছেন; কারণ তাঁদের কাছে এটি একটি বিশ্ব দৃষ্টিকোণ। এই অভিনব পরীক্ষানিরীক্ষায় লেখকদ্বয়, প্লেটো ও বিসমার্ক জনতার জন্য যে কৌশল অবলম্বন করেছিলেন, তার সঙ্গে অন্যান্য সময়ের বিশ্বনেতাদেরও রেখেছেন। এই নতুন উদ্যোগে বইটি এখানে বা অন্যত্র অশুভ ও প্রশাসনকে অতিরঞ্জিত করার কোনাে ঝুঁকি নেননি, পরিবর্তে সতর্কতার সঙ্গে সেগুলাের সমাধান বিশদ করেছেন। ফলে আমরা যেটা পেলাম, সেটা রাজনীতির প্রতি কী দৃষ্টিকোণ হওয়া উচিত তার একটি কাল-পরীক্ষিত একক সন্দর্ভ।
Reviews
There are no reviews yet.