Description
‘কৃষ্ণ বাসুদেব ‘ বাণী বসুর মহাভারত সিরিজের শেষ গ্রন্থ। এই সিরিজে সুবিশাল মহাভারতকে রূপকথামুক্ত করতে চেয়েছেন লেখক। শ্রীকৃষ্ণের এই জীবনকাহিনিটিও সেই লক্ষ্যেই লিখিত। সিরিজের অন্তর্গতও বটে আবার স্বয়ংসম্পূর্ণও বটে । এই মহাজীবন ও মহামরণকে ঘিরে বহু মিথ বুনেছে সময় , তিনি হয়ে দাঁড়িয়েছেন অর্ধেক মানুষ তো অর্ধেক কল্পনা। অসঙ্গতিতে ভরা তাঁর বিবরণ। তাঁর জন্য স্বর্গ থেকে গরুড় এসে পিঠ পেতে দেয় , পক্ষীমানুষ ? সুদর্শন চক্রটিও ডাকবামাত্র এসে অনামিকাগ্রে অধিষ্ঠিত হয় , তিনি দেবরাজ ইন্দ্রর সঙ্গে লড়াই করেন , তাঁর ষোলো হাজারের বেশি পত্নী আছে , পুত্র অসংখ্য। তিনি মৃত শিশুকে বাঁচিয়ে দ্যান , জোড় হাত করে প্রার্থনা করলেই সমুদ্র যোজন যোজন জমি দিয়ে দ্যান , তিনি হাতে নিলেও এরকা মুষল হয়ে যায় , আকাশ ও সূর্যকে তিনি শাসন করতে পারেন , অথচ কুরুক্ষেত্র যুদ্ধ থামাতে পারেন না , তাঁর নিজের বংশের ধ্বংস ঠেকাতে পারেন না , সামান্য এক ব্যাধ হরিণ ভ্রমে তাঁকে তিরবিদ্ধ করে মেরে ফেলে। মিথ ভেদ করতে গিয়ে এই গ্রন্থ আবিষ্কার করে এক অসামান্য বুদ্ধি ও চারিত্র বিশিষ্ট , মানবিক মূল্যবোধে অন্যান্য আধুনিক মানুষ , এ দেশের শাসনতন্ত্রকে যিনি পাপমুক্ত , প্রজামুখী ন্যায়বান , মানবিক করতে চেয়েছিলেন , যাঁকে আমরা পাঁচ হাজার বছর আগে পেয়েছিলাম , পাইনিকো আর। অদূর ভবিষ্যতেও পাবার কোনও আশা দেখছি না।
Reviews
There are no reviews yet.