Description
Details
উনিশ শতকে বাঙালি সমাজ যে আত্মপ্রতিষ্ঠা ও বিকাশের সুযোগ লাভ করে তার তাৎপর্য ছিল অপরিসীম। কিছু বিলম্বে হলেও এই নবচেতনার চিন্তা ও কর্মের হাওয়া এসে লেগেছিল নিস্তরঙ্গ মফস্সলেÑ এমন কী গ্রামদেশেও। এই পটভূমিতেই কাঙাল হরিনাথের আবির্ভাব। বহুমাত্রিক হরিনাথ একাধারে ছিলেন সাহিত্যসাধক, সাময়িকপত্র-পরিচালক, সমাজ-সংস্কারক, শিক্ষাব্রতী, নারীকল্যাণকামী, দেশহিতৈষী, রায়ত-কৃষকপ্রেমী, সাধক ও ধর্মবেত্তা এবং নব্য-সাহিত্যসেবীদের উদার পৃষ্ঠপোষক। আখ্যান ‘বিজয়-বসন্ত’-এর লেখক ও পত্রিকা ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’র সম্পাদক পরিচয়ের বাইরে কাঙাল হরিনাথ বাঙালি সমাজে মূলত বাউলগানের রচয়িতা হিসেবে পরিচিত। ‘কাঙ্গাল’ ও ‘ফিকিরচাঁদ’ ভণিতায় রচিত তাঁর গান কালোত্তীর্ণ হতে পেরেছে। সেই পদাবলির দুর্লভ সংগ্রহ-পুস্তক ‘কাঙ্গাল-ফিকিরচাঁদ ফকীরের গীতাবলী’ (১৩০৮) ড. আবুল আহসান চৌধুরীর প্রয়াসে ১১৫ বছর পর সুধীজনের সমক্ষে উপস্থাপিত হলো।
Author Biography
আবুল আহসান চৌধুরী মূলত প্রাবন্ধিক ও গবেষক। সমাজমনস্ক ও ঐতিহ্যসন্ধানী। তাঁর চর্চা ও গবেষণার বিষয় ফোকলোর, উনিশ শতকের সমাজ ও সাহিত্য, সাময়িকপত্র, আধুনিক সাহিত্য, সংগীত-সংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাস। তাঁর লালন সাঁই, কাঙাল হরিনাথ ও মীর মশাররফ হোসেন-বিষয়ক গবেষণা-কাজ দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। জন্ম কুষ্টিয়া জেলার মজমপুরে, ১৩ জানুয়ারি ১৯৫৩। সাহিত্যচর্চার পেছনে আছে পারিবারিক আবহ ও আনুকূল্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পিএইচডি। প্রায় সাঁইত্রিশ বছর অধ্যাপনা-পেশায় যুক্ত। বর্তমানে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর। পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য লালনমেলা সমিতির লালন পুরস্কার (২০০০), বঙ্গীয় সাহিত্য পরিষৎ পুরস্কার (কলকাতা, ২০০৮) এবং গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (ঢাকা, ২০০৯)।
Reviews
There are no reviews yet.