Description
আমাকে গান শোনাবে মনসুর? আমাকে? হাসেন আম্মিজান। বলেন — তোমার যদি ইচ্ছে করে আমাকে গান শোনানোর, তাহলে শোনাও।
সন্ধ্যার আকাশে একটি দুটি করে ফুটে ওঠা তারার দিকে তাকিয়ে নবাব গলায় সুর তুলে আনেন —-
চার কাহার মিল, মেরি ডোলিয়া উঠায়ে
মোরা আপনা বেগানা ছুট হি যায়…….
আম্মিজান বেটা মনসুরের মাথাটা টেনে নেন নিজের কাছে। চেপে ধরেন বুকের ভিতর। জনাব – ই- আলিয়া মালিকা কিশোয়ারের বুকে মুখ রেখে বহুদিন পর শিশুর মতো কেঁদে ওঠেন নবাব আবুল মনসুর মির্জা মুহম্মদ ওয়াজিদ আলি শাহ।
রন্তিদেব সেনগুপ্তের ইতিহাস আশ্রিত উপন্যাস ইশকনামা।
ভারত ইতিহাসের এক টালমাটাল সময়ের পরিপ্রেক্ষিতে এই উপন্যাসের কাহিনি। উপন্যাসের মূল চরিত্র লখনউয়ের নবাব ওয়াজিদ আলি শাহ। লখনউয়ের নবাবকে ক্ষমতাচ্যুত করতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল উপন্যাসটি তাকে কেন্দ্র করেই। পাশাপাশি ওই সময়কালের আরও বেশ কিছু ঘটনা যেমন সিপাহি বিদ্রোহ, বিধবা বিবাহ আন্দোলন, পাবনার কৃষক বিদ্রোহ, এসেছে সেসবও। এসেছেন ওই সময়ের বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্র — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাবু রাধাকান্ত দেব, লর্ড ডালহৌসি, জেনারেল আউটরাম, লর্ড ক্যানিং, বেগম হজরতমহল, এরকম আরও অনেকে।
Reviews
There are no reviews yet.