Description
দুঃসময়ের দিনলিপি
শংকর
দুঃসময়েও অসাধারণ বই লেখা ও প্রকাশিত হতে পারে । এবার প্রকাশিত হলাে শংকরের নিতান্ত সুখপাঠ্য ও আনন্দময় রচনা ‘ দুঃসময়ের দিনলিপি ’ । বলাবাহুল্য এই ধরনের বই আগে কখনাে লেখা হয়নি । ৩০০ পাতার এই বইয়ে অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে যে রম্যরচনা সৃষ্টি হয়েছে তা বাংলাসাহিত্যে এর আগে কখনও হয়নি বলেই আমাদের বিশ্বাস । এই বইয়ের মুখবন্ধে বলা হয়েছে : সুসময় ও দুঃসময় নিয়েই মানুষের জীবন । কিন্তু দুঃসময়েই সব মনুষ্যত্বের শ্রেষ্ঠ প্রকাশ যুগে যুগে । দুঃখ দিনের বিজয়ী বীররাই তাে বলে গিয়েছেন , সতত প্রতিকূল অবস্থামালার বিরুদ্ধে আত্মপ্রকাশ ও আত্মবিকাশের চেষ্টার নামই জীবন । ‘ দুঃসময়ের দিনলিপি ’ এক অনন্য সাহিত্যকর্ম , যেখানে অতীত , বর্তমান ও ভবিষ্যৎ মিলেমিশে একাকার হয়ে গিয়ে মানুষকে বলতে চাইছে মহাদুর্যোগ , মহামন্বন্তর , মহামারী , অতিমারী আগেও এসেছে সভ্যতার শেষ টানতে , কিন্তু কোনাে শক্তিই সফল হয়নি সমকালের দুঃসাহসী মানুষদের স্তব্ধ করতে । যুগে যুগে বেপরােয়াদের পাশে এসে দাঁড়িয়েছেন সমকালের সেবাব্রতী সন্ন্যাসী ও সেবিকারা , নিবেদিতপ্রাণ চিকিৎসক , প্রতিভাধর বিজ্ঞানী ও দূরদর্শী গবেষকরা । তাদের দূরদৃষ্টি , সাধনা , ত্যাগ ও প্রতিভাই যুগে যুগে অসম্ভবকে সম্ভব করেছে । কবি , লেখক ও পণ্ডিতজনেরা এই দুঃসময়ে কী করেন ? স্বর্গলােকের দেবদেবীরা এবং প্রাচীনকালের প্রাতঃস্মরণীয় ঋষিরাও এইসব সময়ে কী ভেবেছেন ? কী বলেছেন ? এবং কী করেছেন ? তারই বহুপ্রতীক্ষিত বঙ্গীয় বিবরণ শংকর – এর এই দিনলিপি । একই মলাটের মধ্যে নানাবিধ সংবাদ ও স্বপ্ন এবার সংগৃহীত , আলােচিত এবং নিবেদিত হল । দুঃসময়ের কথা হলেও অসামান্য সুখপাঠ্য শংকরের এই সর্বাধুনিক সাহিত্য প্রচেষ্টা । কখনও ইতিহাস কখনাে ভূগােল কখনাে পুরাণ , কখনাে অতীতের বিশিষ্ট লেখকরা এই রচনায় উপস্থিত হয়েছেন যা পাঠক – পাঠিকাদের বিস্মিত করবে । একই সঙ্গে পুনর্জীবিত হয়েছেন কয়েকজন অবিস্মরণীয় পুরুষ ও নারী । যাঁদের ত্যাগ , সাধনা ও সাহসে আমাদের এই জন্মভূমি সকলের আরাধ্যা হয়ে উঠেছে । শংকরের এই রচনা আগেকার সমস্ত লেখা থেকে একেবারেই আলাদা । বাংলাসাহিত্যে দিকচিহ্ন হিসেবে এই বই সমাদৃত হবে , সে বিষয়ে আমাদের কোনাে সন্দেহ নেই ।
Reviews
There are no reviews yet.