Description
বাংলা শিশু ও কিশোর সাহিত্যের জগতে হেমেন্দ্রকুমার রায় এক অবিস্মরণীয় নাম। বাংলা সাহিত্যের অনুরাগীদের কাছে তাঁর পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন। বিংশ শতাব্দীর তৃতীয় দশকের গোড়া থেকে সপ্তম দশকের মাঝামাঝি পর্যন্ত যে সকল শিশু-সাহিত্যিকেরা বাংলা সাহিত্যকে নিজগুণে আলোকিত করেছেন হেমেন্দ্রকুমার তাঁদের মধ্যে জনপ্রিয়তম। যকের ধন’ কাহিনির মাধ্যমে তিনি বিমল-কুমার জুটির আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন এবং সেই প্রথম কাহিনি হতেই এই জুটি এতটাই সমাদর ও পাঠকপ্রিয়তা লাভ করে যে এর পর তিনি এই জুটিকে কেন্দ্র করে একের পর এক কাহিনি লিখতে থাকেন। হেমেনবাবু এই জুটিকে নিয়ে, গল্প উপন্যাস মিলিয়ে, মোট ৩১টি কাহিনি লিখেছিলেন। এই অখণ্ড সমগ্রটিতে তার সবকটিই রাখা হয়েছে।
Reviews
There are no reviews yet.