Description
ভূতের ছায়া পড়ে না। দিনের বেলা রােদের আলােয় ভূত দেখা যায় না। যদি কেউ বলে দেখেছি , সে মিথ্যে কথা বলছে । ভূত যে কোনও বাড়ির অন্ধকার – অন্ধকার বারান্দা পছন্দ করে। যেখানে বেতের চেয়ার বা সােফা থাকলে বসবে। উত্তরের বারান্দা হলে কথাই নেই। এইরকম পড়ে থাকা চেয়ারে না বসাই ভালো। ভূত সময় সময় শরীরে আটকে যেতে পারে। আমরা অনেক সময় বলি ; ভূতে ধরেছে। ভূত ধরে না। আমরাই অসাবধানে ধরে ফেলি। তখন আমাদের আচার – আচরণ পালটে যায়। এই সময় গরম জলে চান করলে ভূত শরীরে আরও সেঁটে যাওয়ার সম্ভাবনা । খুব ঠান্ডা জলে চান করলে ভূতটা খসে পড়ে। নির্জন রাস্তায় রাত্তির বেলা গা থেকে চাদর খুলে আবার গায়ে জড়ালে ভূত জড়িয়ে যেতে পারে। অনেক ব্যাপার আছে যা আমরা জানি ; ফলে বিপদে পড়ি। যেমন , ভূত একটু চিটচিটে , আঠা আঠা , সেই কারণে ঝুলের সঙ্গে সহজেই জড়িয়ে যেতে পারে , তখন ভূত আর ঝুল এক হয়ে যায়। পােড়াে বাড়ির ঘরে ঘরে ঝুল ঝুলছে। সাবধান ! ঝুল না ভূত ? এই প্রশ্নটা মাথায় রেখে এগােনাে উচিত। এড়িয়ে গেলেই হয়। পােড়াে বাড়িতে ইতিহাস খুঁজতে গিয়ে বিপদে পড়া ! ভূত যদি একবার কাউকে ভালবাসে ফেলে , কেলেঙ্কারি কাণ্ড। তবে সে থাকলে আছে , না থাকলে নেই। আমরা কোনও তর্কে নেই। আমরা ভূতকে ভালবাসি ।
Reviews
There are no reviews yet.