Description
আনন্দমেলা পত্রিকা আর বাঙালির শৈশব প্রায় সমার্থক। বলা যেতে পারে, গত ৩১ বছর ধরে বাঙালি ছেলেমেয়েদের বেড়ে ওঠার সঙ্গী আনন্দমেলা। রোজকার জীবন থেকে মনের গাড়িতে পালিয়ে বেড়ানোর সঙ্গী যেমন হতে পারে আনন্দমেলা, তেমনই বাস্তবকে সঠিক আলোয় বুঝতে পারার পথও দেখাতে পারে। ১৯৭৫ সালের এপ্রিল মাসে প্রথম বেরিয়েছিল এই জনপ্রিয় পত্রিকা। এই ২০০৬ সালে পৌঁছেও তার গতি অব্যাহত। প্রথম বেরনোর পর যে পাঠকের দল উপুড় হয়ে আনন্দমেলা পড়তেন, হারিয়ে যেতেন নতুন-নতুন গল্প-উপন্যাসের জগতে, তাঁরাই হয়তো আজ বাবা-মা। তাঁদের সন্তানদের হাতে আজও আনন্দমেলা পৌঁছে যাচ্ছে নিয়মিত। অনেক ধরনের লেখাই প্রকাশিত হয়েছে আনন্দমেলায়, কিন্তু পত্রিকার মূল ঐশ্বর্য কী? অবশ্যই গল্প। নানা স্বাদের গল্প বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে আর কেড়ে নিয়েছে খুদে পাঠকের মন।আনন্দমেলা সাধারণ সংখ্যার প্রথম ২৬ বছরের (১৯৭৫—২০০০) প্রকাশিত গল্পের ভাণ্ডার থেকে বেছে নেওয়া ৫০টি গল্প নিয়ে প্রকাশিত হল আনন্দমেলা গল্প সংকলন। প্রেমেন্দ্র মিত্র, সুকুমার সেন, সত্যজিৎ রায়, শিবরাম চক্রবর্তী, নীহাররঞ্জন গুপ্ত, বিমল মিত্র প্রমুখ প্রয়াত লেখকদের পাশাপাশি রইল আজকের খ্যাতনামা লেখকদের গল্পও। এই সংকলনের প্রথম গল্প ১৯৭৫-এর জুন মাসে প্রকাশিত প্রেমেন্দ্র মিত্রের ‘ভারত যুদ্ধে পিঁপড়ে’ ও শেষ ২০০০-এর আগস্ট মাসে প্রকাশিত তিলোত্তমা মজুমদারের ‘বন্ধু’। গল্পের সঙ্গে আনন্দমেলায় মানানসই ছবি এঁকেছেন বহু খ্যাতনামা শিল্পীও। তাই প্রত্যেকটি গল্পের সঙ্গে দেওয়া হল আনন্দমেলায় প্রকাশিত আসল ছবি। অর্থাৎ মনমাতানো, রোমাঞ্চকর, আকৰ্ষক গল্পের সঙ্গে থাকছে নামী আঁকিয়েদের আঁকা দারুণ সব ছবি। ছোটদের জন্য এমন মনমাতানো বই খুব বেশি প্রকাশিত হয়নি।
Reviews
There are no reviews yet.