Bheemer Kopal
-
BHEEMER KOPAL
বাংলা ভাষার প্রথম সার্থক ছোটদের উপন্যাস ভীমের কপাল। কিশোর ভীম-একগুঁয়ে, গোঁয়ার, উদ্ধত। পুজোর ছুটিতে ভীম তার মাসতুতো ভাই তথা বন্ধু বিপিনের সঙ্গে তাদের মামার বাড়িতে যায়। খাওয়ার থালার পাশে একগাছা লম্বা চুল পড়ে থাকতে দেখে, রাগ করে মামাবাড়ি থেকে বেরিয়ে আসে। তারপরেই শুরু হয় ভীমের অনিশ্চিত জীবন। বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও নিজের বাড়ি কলকাতায় ফেরার চেষ্টা করে ভীম। অন্যদিকে বিপিন খুঁজতে থাকে ভীমকে।... শেষ পর্যন্ত কি ভীমকে খুঁজে পাবে বিপিন? ভীম কি কলকাতায় ফিরতে পারবে? আমাদের বিশ্বাস বাংলা কিশোর সাহিত্যের প্রথম উপন্যাস 'ভীমের কপাল'-এর অভিযানে এইসময়ের পাঠকরাও সঙ্গী হবে। চিনতে পারবে সেকালের গ্রামবাংলাকেও।
বাংলা ভাষার প্রথম সার্থক ছোটদের উপন্যাস ভীমের কপাল। কিশোর ভীম-একগুঁয়ে, গোঁয়ার, উদ্ধত। পুজোর ছুটিতে ভীম তার মাসতুতো ভাই তথা বন্ধু বিপিনের সঙ্গে তাদের মামার বাড়িতে যায়। খাওয়ার থালার পাশে একগাছা লম্বা চুল পড়ে থাকতে দেখে, রাগ করে মামাবাড়ি থেকে বেরিয়ে আসে। তারপরেই শুরু হয় ভীমের অনিশ্চিত জীবন। বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও নিজের বাড়ি কলকাতায় ফেরার চেষ্টা করে ভীম। অন্যদিকে বিপিন খুঁজতে থাকে ভীমকে।... শেষ পর্যন্ত কি ভীমকে খুঁজে পাবে বিপিন? ভীম কি কলকাতায় ফিরতে পারবে? আমাদের বিশ্বাস বাংলা কিশোর সাহিত্যের প্রথম উপন্যাস 'ভীমের কপাল'-এর অভিযানে এইসময়ের পাঠকরাও সঙ্গী হবে। চিনতে পারবে সেকালের গ্রামবাংলাকেও।
-