Animationer Itikatha Ebong Walt Disney
-
Animationer Itikatha Ebong Walt Disney
অ্যানিমেশনের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু আজকের নয়। 'অ্যানিমেশনের ইতিকথা এবং ওয়াল্ট ডিজনি' প্রকৃতপক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন যুগের প্রতিভাবান অ্যানিমেটরদের ভূমিকা ও প্রচেষ্টা; তাঁদের সৃজনশীল প্রকল্পের বিভিন্ন প্রক্রিয়া; তাঁদের শৈল্পিক কৃতিত্ব; তাঁদের মৌলিক ধারণা যা সমসাময়িক অ্যানিমেটেড শর্টস এবং চলচ্চিত্রগুলিকে নিজস্ব বৈশিষ্ট্য, মেজাজ এবং অনুভূতি দিয়েছিল... সেইসব আলোচনার পাশাপাশি যুগে যুগে অ্যানিমেশনের বিকাশ, আমেরিকান অ্যানিমেশনে ওয়াল্ট ডিজনির অসামান্য অবদানের সংক্ষিপ্ত ইতিহাসকে চিত্রিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমৃদ্ধ লাইব্রেরির সাহায্য ছাড়া এই রিসার্চ ওয়ার্ক অসম্পূর্ণ থেকে যেত। এই বইতে কপিরাইট-স্বত্ত্বের অধীন কোনও ছবিই ব্যবহৃত হয়নি। সম্ভবত, ইতিপূর্বে বাংলা ভাষায় এভাবে অ্যানিমেশনের চিত্তাকর্ষক ইতিহাস, অ্যানিমেশনে ডিজনির সবিস্তার অবদান নিয়ে কোনও বই লেখা হয়নি। যে কোনও অ্যানিমেশন-প্রেমী তো বটেই, সাধারণ পাঠকের কাছেও এটি একটি সুখপাঠ্য দলিল হিসেবে সমাদৃত হবে, এই আশা রাখি।
অ্যানিমেশনের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু আজকের নয়। 'অ্যানিমেশনের ইতিকথা এবং ওয়াল্ট ডিজনি' প্রকৃতপক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন যুগের প্রতিভাবান অ্যানিমেটরদের ভূমিকা ও প্রচেষ্টা; তাঁদের সৃজনশীল প্রকল্পের বিভিন্ন প্রক্রিয়া; তাঁদের শৈল্পিক কৃতিত্ব; তাঁদের মৌলিক ধারণা যা সমসাময়িক অ্যানিমেটেড শর্টস এবং চলচ্চিত্রগুলিকে নিজস্ব বৈশিষ্ট্য, মেজাজ এবং অনুভূতি দিয়েছিল... সেইসব আলোচনার পাশাপাশি যুগে যুগে অ্যানিমেশনের বিকাশ, আমেরিকান অ্যানিমেশনে ওয়াল্ট ডিজনির অসামান্য অবদানের সংক্ষিপ্ত ইতিহাসকে চিত্রিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমৃদ্ধ লাইব্রেরির সাহায্য ছাড়া এই রিসার্চ ওয়ার্ক অসম্পূর্ণ থেকে যেত। এই বইতে কপিরাইট-স্বত্ত্বের অধীন কোনও ছবিই ব্যবহৃত হয়নি। সম্ভবত, ইতিপূর্বে বাংলা ভাষায় এভাবে অ্যানিমেশনের চিত্তাকর্ষক ইতিহাস, অ্যানিমেশনে ডিজনির সবিস্তার অবদান নিয়ে কোনও বই লেখা হয়নি। যে কোনও অ্যানিমেশন-প্রেমী তো বটেই, সাধারণ পাঠকের কাছেও এটি একটি সুখপাঠ্য দলিল হিসেবে সমাদৃত হবে, এই আশা রাখি।
-