Call us: 96749 19091 | E-Mail: info@boimela.in
bengali bookYour cart is empty

Bankim - Parichoy

Rs.350
Publisher: Sutradhor Publisher
বঙ্কিম-পরিচয়
সঙ্কলক: অমরেন্দ্রনাথ রায়
৩৫০.০০, সূত্রধর

বঙ্কিমচন্দ্রের ‘‘শততম বার্ষিকী উপলক্ষে বাঙ্গালার ছাত্র-সম্প্রদায়কে উপহার দিবার উদ্দেশ্যেই কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে আজ এই ‘বঙ্কিম-পরিচয়’ প্রকাশিত হইল। বঙ্কিমচন্দ্রের রচনা-সমুদ্র মন্থন করিয়া ছাত্রগণের পাঠোপযোগী বচনামৃত ইহাতে সংগৃহীত হইয়াছে।’’ ১৯৩৮-এ প্রকাশিত বইটির ভূমিকায় এ কথা লিখেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এ বার বঙ্কিমচন্দ্রের ১৮২তম জন্মদিনে দুর্লভ বইটির হুবহু প্রতিলিপি সংস্করণ প্রকাশিত হল। ‘বাঙ্গালীর উদ্দেশে, বঙ্গভাষা ও সাহিত্য, ধর্ম্ম ও সমাজ, নানা কথা, বর্ণনা’ এই ক’টি অংশে ২৭৩টি রচনাংশ সজ্জিত। সমগ্র বঙ্কিম রচনাবলি পড়ে ওঠার আগ্রহ, সময় ও ধৈর্য ছাত্রছাত্রীদের কতটা ছিল বা আছে সন্দেহ, কিন্তু এই বই নেড়েচেড়ে দেখলে বঙ্কিমের স্বচ্ছ ভাবনাচিন্তার যে প্রতিফলন নজরে পড়ে তাতে আজকের পাঠকও দু’একটি মূল লেখা খুঁজে দেখতে আগ্রহী হবেন এ কথা বলাই যায়। বঙ্কিমের নানা মন্তব্য আজও ভাবিয়ে তোলে। দু’একটি উল্লেখ করা যাক— ‘বাঙ্গালী গুণের অনুকরণে তত পটু নহে, দোষের অনুকরণে ভূমণ্ডলে অদ্বিতীয়।’ ‘একটু বকাবকি লেখালেখি কম করিয়া কিছু কাজে মন দাও— তোমাদের শ্রীবৃদ্ধি হইবে।’ ‘এ দেশে অন্ধ অন্ধকে পথ দেখাইতেছে; ভ্রান্ত ভ্রান্তকে উপদেশ দিতেছে।’ সঙ্কলনের শুরুতে আছে জীবনকথা, শেষে তাঁর জীবনের সঙ্গে সম্পৃক্ত সমকালীন ঘটনাবলি, এবং ১৩২২ বঙ্গাব্দ পর্যন্ত বঙ্কিমচন্দ্র সম্পর্কে সাময়িকপত্রে প্রকাশিত প্রবন্ধের নির্বাচিত তালিকা।

Additional Image


Your IP Address is: 54.174.43.27